• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা 

     dailybangla 
    09th Aug 2024 2:25 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন।

    বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তারা হলেন, ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়।

    এর আগে রাত ৯টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ১৪ জন সদস্য একে একে বঙ্গভবনে প্রবেশ করেন। শপথের আগে কোটা আন্দোলনের ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কোরআন পাঠের পর শপথ অনুষ্ঠান শুরু হয়।

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টা হলেন

    ১. সালেহ উদ্দিন আহমেদ

    ২. ড. আসিফ নজরুল

    ৩. আদিলুর রহমান খান

    ৪. হাসান আরিফ

    ৫. তৌহিদ হোসেন

    ৬. সৈয়দা রিজওয়ানা হাসান

    ৭. মো. নাহিদ ইসলাম

    ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

    ১০. সুপ্রদিপ চাকমা

    ১১. ফরিদা আখতার

    ১২. বিধান রঞ্জন রায়

    ১৩. আ.ফ.ম খালিদ হোসেন

    ১৪. নুরজাহান বেগম

    ১৫. শারমিন মুরশিদ

    ১৬. ফারুকী আযম

    এদিক জানা যায়, যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হবে। তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

    প্রসঙ্গত, ২০০৮ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ যমুনায় ছি‌লেন। এর আগে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30