শরীয়তপুরে টিআরসি নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
সুমন সরদার: ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিন সম্পন্ন হয়েছে।
১৬ এপ্রিল বুধবার শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে শরীয়তপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএমের সার্বিক তত্ত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনোরকম দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেলসহ আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিআলো/শিলি



