শরীয়তপুরে টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সুমন সরদার: ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে মঙ্গলবার শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম এর সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে ‘‘পুলিশ লাইনস্ ড্রিলসেডে নির্বাচিত কেন্দ্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় শারীরিক মাপ ও পিইটি এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন অ্যাডিশন্যাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (ট্রাফিক)মোহাম্মদ সুলাইমান, পিপিএম ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
অত্র জেলার নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল)সৌম্য শেখর পালসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



