• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    শহীদদের স্মরণে চাঁদপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত 

     dailybangla 
    05th Sep 2024 7:00 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহত শহীদদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে চাঁদপুরের শিক্ষার্থীরা শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আবুলের দোকান, ছায়াবানী হয়ে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে। এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুরে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালনসহ নিহতদের স্মরণে স্মৃতিচারণ করেন।

    চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ মার্চে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা জড়ো হয় বাসস্ট্যান্ড এলাকায়। তাঁদের বেশির ভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে।

    এসময় আন্দোলনে ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। এ ছাড়া আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।

    উল্লেখ্য: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2024
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930