শাকিবের সঙ্গে আবারও কাজ হতে পারে: অপু
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে আলোচনার পাশাপাশি আবারও শাকিব খানের সঙ্গে কাজের সম্ভাবনার কথাও জানালেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল ও মেগাস্টার, তাকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। প্রযোজক ও পরিচালকদের উদ্যোগ থাকলে তাদের পুরোনো জুটিকে আবারও পর্দায় দেখা যেতেই পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদের পর তারা আর একসঙ্গে কাজ করেননি। ভক্তদের সেই দীর্ঘদিনের প্রশ্নের জবাবে অপু বলেন, হৃদয়বান কোনো প্রযোজক এগিয়ে এলে দর্শকদের চাওয়াও পূরণ হতে পারে।
নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী এই সিনেমার ফার্স্টলুক ইতোমধ্যে আলোচনায় এসেছে। রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনির পোস্টারে অপুকে আগে কখনো এমন লুকে দেখা যায়নি।
নির্মাতা সূত্র জানায়, ২০২৬ সালের কোনো বড় উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
বিআলো/শিলি



