শাহজালালে ঘন্টায় মিলছে ৮৮ শতাংশ লাগেজ, রাখা হয়েছে ৩৬০০ ট্রলি
dailybangla
17th Oct 2024 9:22 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ট্রলি সংযোজন করা হয়েছে। বর্তমানে ট্রলি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০০-তে। ক্যানোপি থেকে বের হয়ে ট্রলি নিয়ে বহুতল পার্কিং ও রাস্তার আগ পর্যন্ত যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দর দিয়ে বছরে আন্তর্জাতিক রুটে প্রায় ৫৫ হাজার ফ্লাইট এবং অভ্যন্তরীণ রুটে প্রায় ৫৩ হাজার ফ্লাইট পরিচালিত হয়। বছরে প্রায় ৯০ থেকে ৯৫ লাখের বেশি যাত্রী আন্তর্জাতিক রুটে এবং প্রায় ২৩ থেকে ২৫ লাখ যাত্রী অভ্যন্তরীণ রুটে যাতায়াত করেন।
২০২৩ সালে প্রায় এক কোটি ১৭ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। সেবা দিচ্ছে ৪০টি এয়ারলাইন্স কোম্পানি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিআলো/তুরাগ