শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি স্বর্ণের বারসহ দুই বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অধিদপ্তর জানিয়েছে, আটক দুইজন চীনের নাগরিক, তাদের নাম লিউ ঝংগ্লিয়াং ও চেন জেং।
দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে তারা ঢাকায় নামেন।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাবরিনা আমিন জানান, ওই দুই যাত্রীকে তল্লাশি করে তাদের কাঁধব্যাগে তিনটি চার্জার লাইট পাওয়া যায়। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো ভাঙা হয়। ভেতরে থাকা ব্যাটারির মধ্য থেকে ৪৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১ লাখ ৫৮,০০০ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা সোনার বারগুলো ঢাকা কাস্টমস হাউজের গুদামে জমা করা হয়েছে। আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর শুল্ক আইনে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
বিআলো/শিলি