শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মোঃ রাফিউ হাসান হামজা: চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহির হোসেন (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে আগেও আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকড়া এলাকার ঠাকুরবাড়ী সাকিনে অভিযান চালানো হয়। এ সময় জহির হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ তার বাড়ির সামনে থেকে আটক করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জহির ও তার সহযোগী নাজমুল হুদা দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “গ্রেফতারকৃত জহির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চাঁদপুর জেলা পুলিশ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, এই অভিযান অব্যাহত থাকবে।”
চাঁদপুর জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় কঠোর অবস্থান বজায় থাকবে।
বিআলো/শিলি



