শাহিনকে বাদ দিতে যাচ্ছে পাকিস্তান!
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় হারের পর বাবর-শাহিনদের স্কোয়াড থেকে ছাঁটাই করে পাকিস্তান। সিরিজের পরের দুই টেস্টের জন্য ভিন্ন স্কোয়াড ঘোষণা করে বোর্ড। স্কোয়াডে পরিবর্তনের পর হাতেনাতে ফল পায় পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় তারা।
এবার সে ধারায় রঙিন পোশাকের দল থেকেও বাবর-শাহিনদের বাদ দিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, জিম্বাবুয়ে সফরে ৪-৫ জন ‘গুরুত্বপূর্ণ’ খেলোয়াড়কে ‘বিশ্রাম’ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। সে ৪-৫ জন খেলোয়াড় কারা হতে পারেন, সে বিষয়ে অবশ্য ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে যাদের ‘বিশ্রামে’ পাঠানো হয়েছে, সেই বাবর-শাহিন-নাসিম জিম্বাবুয়ে সফরেও সুযোগ পাবেন না।
বাবরকে টেস্ট সিরিজকে বাদ দেওয়ার পর শুরুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রনিজ রাজা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তবে পিসিবির সে সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। বাবরের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন কামরান গোলাম।
বিআলো/শিলি