• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, স্থগিত কুবির কার্যক্রম 

     dailybangla 
    10th Jul 2024 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    হোসাইন মোহাম্মদ, কুবি প্রতিনিধি : সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ৮ম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

    বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

    শিক্ষকদের কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির সদস্য আইনুল হক বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনা করার জন্য এখনো কোন সিদ্ধান্ত আসেনি। কিন্তু বিষয়টি সরকারের নজর আছে। আমাদের দাবি হচ্ছে প্রত্যয় স্কিম বাতিল করা এবং পূর্বের সকল সুযোগ সুবিধা পূনর্বহাল করা।আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের সাথে বসবে। সরকার আমাদের সাথে বসলে আমাদের যৌক্তিক দাবি তুলে ধরব আশা করি সরকার তা মেনে নিবে। আমাদের কর্মবিরতি ৮-১০ দিন হয়ে গেছে। আমরা আশাকরি আগামী এক সপ্তাহের মধ্যে তার সমাধান আসবে।

    উল্লেখ্য, শিক্ষকদের উপর হামলার কারণে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো. আসাদুজ্জামানের পদত্যাগের এক দফা দাবিতে একমাসের অধিক লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

    এই বিভাগের আরও খবর
     

    ফরহাদ হত্যার প্রতিবাদে লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031