শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা সেই অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ
সজীব আলম, লালমনিরহাট: ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া সেই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসন।
গত বুধবার জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে একটি চিঠির মাধ্যমে ওই মামলাটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) এস এম শাফায়াত নুর স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না একই কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দাখিল করা অভিযোগ ও অধ্যক্ষের ফেসবুক পোস্টের ভিত্তিতে কলেজের গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বিআলো/তুরাগ