• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষার্থীর মৃত্যুতে ইবিতে একদিনের শোক, অর্ধনমিত থাকবে পতাকা 

     dailybangla 
    20th Jul 2025 8:21 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এদিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে, সকলকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং তার রুহের মাগফেরত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    শনিবার (১৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে তথ্য জানা গেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অনাকাঙিক্ষত মৃত্যুতে আগামী ২০ জুলাই রোববার একদিনের শোক পালিত হবে। বাদ জোহর তার রুহের মাগফেরত কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সকলকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস এবং ঘোষিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আজিজ হল সংলগ্ন পুকুরে এক শিক্ষার্থীর দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ইবি থানার ওসি মেহেদী হাসানকে খবর দিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুতপা রায় তাকে মৃত ঘোষণা করে।  সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031