• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শিক্ষা সবার দোরগোড়ায়—চাঁদপুরে বাউবির নতুন অফিস ভবনের উদ্বোধন 

     dailybangla 
    05th Nov 2025 11:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-আঞ্চলিক কেন্দ্রের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার তুলে ধরে এ উপলক্ষে বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৩টায় সেনগাঁও, আশিকাটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি লাল ফিতা কেটে এবং ভবনের দেয়ালে স্থাপিত ফলক উন্মোচনের মাধ্যমে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

    উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ সহজ করবে।” তিনি আরও বলেন, চাঁদপুরে নিজস্ব ভবন প্রতিষ্ঠা স্থানীয়ভাবে শিক্ষা বিস্তারের নতুন সুযোগ সৃষ্টি করবে।

    তিনি জানান, বাউবির এম.এ প্রোগ্রাম এখন সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠগ্রহণ করা যাবে, শিক্ষার্থীদের আর স্টাডি সেন্টারে গিয়ে ক্লাস করার প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, “উন্মুক্ত শিক্ষা মানে নকলের সুযোগ নয়; বরং মানসম্পন্ন ও নৈতিক শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

    বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ৬৭টি প্রোগ্রাম চালু আছে এবং দেশের কর্মমুখী মানবসম্পদ তৈরিতে নতুন দক্ষতাভিত্তিক কোর্স চালুর কাজ চলছে বলেও তিনি জানান। উপাচার্যের মতে, শিক্ষার মূল উদ্দেশ্য মানুষ তৈরি করা—যে শিক্ষা চরিত্রবান, সচেতন ও মানবিক মানুষ গড়ে তোলে।

    অনুষ্ঠানে ৭২ বছর বয়সে বাউবি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে বর্তমানে এইচএসসি প্রোগ্রামে অধ্যয়নরত চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা রেজা মাহবুব আলফুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপাচার্য বলেন, “শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই—যতদিন প্রাণ আছে ততদিন শিখে যাওয়াই মানুষের মহৎ গুণ।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আঞ্চলিক পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, সমন্বয়কারী, টিউটর, শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজ উল আলম।

    উদ্বোধনের পর উপাচার্য ও অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930