শিবগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার মাছ নিধন
হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতা বশত একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষী প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বোয়ালের বিল এলাকায় মাছচাষী মাসুদ রানার পুকুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাসুদ রানা জানান, তার ৫১ বিঘার তিনটি পুকুরের মধ্যে একটি পুকুরে প্রায় ১০০ মণ পোনা ও বড় আকারের মাছ ছিল। রাত অনুমান সাড়ে ৩ টার দিকে অজ্ঞাতনামা কেউ বিষ প্রয়োগ করে পুকুরের মাছ হত্যা করে পালিয়ে যায়। এরপর একে একে সকল মাছ ভেসে ওঠে।
মাসুদ রানা বলেন, প্রায় এক মাস আগে একই এলাকায় পুকুর পাড়ের কলা চুরির ঘটনা ঘটেছিল। চোরদের হাতে নাতে ধরা পড়ার পর উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করা হয়েছিল এবং তা মীমাংসা হয়। এই ঘটনার প্রতিশোধ হিসেবে মাছ নিধন করা হতে পারে বলে তিনি ধারণা করেন।
পুকুরের পাহারাদার মোঃ রাজু বলেন, “আমি রাত ৩টা পর্যন্ত জেগে ছিলাম, কিন্তু সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ ভেসে আছে।”
অঞ্চলের মাছ চাষী সমিতির সভাপতি আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মাছ ও পুকুর পাড়ের কলা চুরি সহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে। সম্প্রতি কলা চোর ধরা পড়ার ঘটনার পর আবারও বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে। তিনি ধারণা করছেন, একই গ্রুপ এই ধরনের অপরাধ করছে।
মাছচাষীদের ক্ষতির পাশাপাশি জীবননিরাপত্তাহীনতার কারণে এ ধরনের ঘটনা হলে মাছ চাষে আগ্রহ কমবে, যা দেশের আমিষের ঘাটতির কারণ হতে পারে। তাই তিনি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কাছে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে আমরা সাধ্যমত সহযোগিতা করব।”
বিআলো/শিলি



