শিবচরে রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মো.কামরুল ইসলাম, শিবচর, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে নিহত রাকিব মাদবরের বিদেহী আত্মার মাগফেরাত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর শ্যামাইলের পূর্ব কাকইর গ্রামে সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহতের চাচা লিটন মাদবর বলেন, রাকিব একজন নিরীহ মানুষ ছিলেন। তাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, আমরা ন্যায়বিচার চাই।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় সহপাঠীসহ এলাকাবাসীরা স্লোগান দিয়ে রাকিব হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর বাজারে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবরকে। পরে ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়। এর মধ্যে রানা সরদার ও সিয়াম সরদারকে র্যাব গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
বিআলো/শিলি



