• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    শিবালয়ের আলোকদিয়ায় বৈদ্যুতিক সঞ্চালন টাওয়ার হুমকির মুখে 

     dailybangla 
    21st Dec 2024 6:57 pm  |  অনলাইন সংস্করণ

    মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই এলাকায় অবস্থিত বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির কয়েকটি বৈদ্যুতিক সঞ্চালন টাওয়ার হুমকির মুখে পড়েছে। শিবালয় উপজেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কিছু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলেও বালু কাটা বন্ধ হয়নি। এ অভিযোগ আলোকদিয়ার বাসিন্দাদের। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগপত্রে মো. জামাল হোসেন জানান, যমুনার আলোকদিয়া এলাকায় অসংখ্য বৈদ্যুতিক খুঁটি রয়েছে। স্থানীয়ভাবে যা ‘তারখাম্বা’ নামে পরিচিত। ওই এলাকায় সরকারিভাবে কোনো বালু মহাল ইজারা দেওয়া হয়নি। কিন্তু মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাকবীর এন্টারপ্রাইজের মালিক আবুল বাসারের নেতৃত্বে একটি চক্র তারখাম্বার আশেপাশের এলাকায় লোড ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ কারণে তারখাম্বাগুলো হুমকির মুখে পড়েছে। তিনি অভিযোগপত্রে আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের আবাদি জমি, বাড়ি-ঘরসহ মসজিদ, মাদ্রাসা ও রাস্তা যমুনার গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। সেটি হলে আমরা সর্বশান্ত হয়ে পড়বো। মো. জামাল হোসেন অভিযোগপত্রে অবিলম্বে আলোকদিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জের জেলা প্রশাসকের প্রতি আবেদন জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গত ১৮ ডিসেম্বর সকালে তিনি তারখাম্বার আশেপাশের এলাকায় দেখেছেন ২০/২৫টি ভলগেটে বালু পরিবহন করা হচ্ছে। এই স্কুল শিক্ষকের মতে তারখাম্বার আশেপাশে বালু কাটার ফলে একদিকে তারখাম্বার ক্ষতি হচ্ছে এবং অন্যদিকে ভয়াবহভাবে যমুনা ভাঙছে। তারখাম্বার নিরাপত্তা নিশ্চিত করা এবং আলোকদিয়া অঞ্চলকে যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য অবিলম্বে এই এলাকায় অবৈধ বালু কাটা বন্ধ করার দাবি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক। আলোকদিয়ার যমুনায় অবৈধ বালু কাটার বিষয়টি জানতে চাইলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১৭ ডিসেম্বর আমরা একটি অভিযান চালিয়েছিলাম । কিন্তু অভিযানের খবর আগে থেকে জানতে পেরে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, চলতি ডিসেম্বর মাসের শুরুতে আমরা আলোকদিয়ায় যমুনা নদীতে অভিযান চালিয়েছিলাম। ওই সময় বালু কাটার কাজে ব্যবহৃত তিনটি কাটার মেশিন জব্দ করা হয় এবং অবৈধভাবে বালু কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া তেওতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, যমুনা নদীর তীরবর্তী আলোকদিয়া এলাকাটি দুর্গম হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযান স্থলে পৌঁছার আগেই অবৈধভাবে বালু কাটায় নিয়োজিত লোকজন পালিয়ে যায়। ফলে অপরাধীদের হাতেনাতে ধরা সম্ভব হয় না।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031