শীতার্ত মানুষের পাশে পরশুরাম প্রেস ক্লাব, ব্যতিক্রমী উদ্যোগে কম্বল বিতরণ
আবুল হাসনাত তুহিন, ফেনী: শীতার্ত ও অসহায় মানুষের শীত নিবারণে মানবিক উদ্যোগ নিয়েছে পরশুরাম প্রেস ক্লাব। সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে পরশুরাম প্রেস ক্লাবের অফিস কক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আকতার নূর।
পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। পরশুরাম প্রেস ক্লাবের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে এবং শীতের কষ্ট কিছুটা লাঘব করবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সবির আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, সহ-সম্পাদক আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম, সদস্য ইয়াকুব নবীর রিয়াজ, এম এ করিম ভূঁইয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বিআলো/ইমরান



