শীতের আগমনী ইঙ্গিত, ঢাকায় কমছে রাতের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ বৃষ্টি বা বড় কোনো আবহাওয়াগত পরিবর্তনের আভাস নেই। সকাল থেকে শুষ্ক আবহাওয়া ও স্থির তাপমাত্রা নিয়েই দিন কাটবে ঢাকাবাসীর।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, সকালে ঢাকার আকাশ ছিল পরিষ্কার এবং বাকি সময়ও একই রকম শুষ্ক পরিস্থিতি বজায় থাকতে পারে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো ওঠানামা দেখা যাবে না।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে।
শনিবার রাতে প্রকাশিত সারাদেশের আলাদা পূর্বাভাসে বলা হয়, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই।
বিআলো/শিলি



