শুরু হলো উত্তরা ভিউ একক আবাসন মেলা
অর্থনৈতিক প্রতিবেদক: ৭ ডিসেম্বর (শনিবার) উদ্বোধন করা হয় আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরা ভিউ আবাসন প্রকল্পের একক আবাসন মেলা। উত্তরা থার্ড ফেইজ ও মেট্রোরেলের প্রধান স্টেশনের পাশেই উত্তরা ভিউতে উদ্বোধন হলো একক আবাসন মেলা।
‘শতভাগ উন্নয়নকৃত রেডি প্লটে গড়ি আগামীর স্বপ্নের বাড়ী’ এই শ্লোগান নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের উত্তরা ভিউ আবাসন প্রকল্পের একক আবাসন মেলা।
প্রকৃতিনির্ভর, শান্ত, বাগানসম্বলিত আবাসন কে না চায়! নাগরিক কোলাহল থেকে দূরে অথচ ঢাকার ভিতরেই আধুনিক নগর জীবনের সকল সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠেছে আবাসন প্রকল্প উত্তরা ভিউ। প্রকল্পটি উত্তরা থার্ড ফেইজ ও মেট্রোরেলের প্রধান স্টেশনের পাশেই অবস্থিত। মেলা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৫টা। মেলা উপলক্ষে স্পট বুকিং-এ থাকছে আকর্ষণীয় মূল্যে প্লট কেনার সুবর্ণ সুযোগ।
শনিবার ফিতা কেটে মেলা উদ্বোধন করেন- আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস্- সৈয়দ মোহাম্মদ ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক-ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক রুনা লায়লা তমা, আক্তারুজ্জামান সহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিআলো/তুরাগ