শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল
মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেলে শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল এবং পাঁচুর মোড় এলাকা থেকে আরেকটি পৃথক মিছিল বের করা হয়।
দুপুর থেকেই রেলগেইট এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিকালে রায় প্রকাশের পর সেই রায়কে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে পাঁচুর মোড় থেকে আরেকটি মিছিল বের হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়কে “গণতান্ত্রিক চেতনার বিজয়” বলে দাবি করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিআলো/ইমরান



