শেখ হাসিনার রায়ের পর ভাঙ্গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচলকারী যানবাহনগুলো পরীক্ষা করছে। ভাঙ্গা হাইওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চৌরাস্তা ও এক্সপ্রেসওয়েতে সার্বক্ষণিক টহল রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।” ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন এবং হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
যান চলাচল এখনও স্বাভাবিক থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২৫ হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ সোমবার (১৭ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
বিআলো/শিলি



