শেখ হাসিনার রায়: আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি রিপোর্ট করছে রায়
আর্ন্তজাতিক ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম লাইভ কভারেজ দিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার’ শিরোনামে লাইভ সম্প্রচার করছে।
কাতারভিত্তিক আল জাজিরাও একই ধরনের শিরোনামে সরাসরি সম্প্রচার শুরু করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ঢাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। যদিও এতে কেউ আহত হয়নি, কিন্তু সোমবারের রায় ঘোষণাকে সামনে রেখে উত্তেজনা বেড়েছে।
ভারতের সংবাদমাধ্যমগুলিও ব্যাপক মনোযোগ দিয়েছে। এনডিটিভির শীর্ষ খবরের চারটি জুড়ে বিষয়টি উঠে এসেছে। ‘দ্য হিন্দু’ ক্ষণে ক্ষণে সরাসরি আপডেট দিচ্ছে। হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ এবং আনন্দবাজার পত্রিকাও প্রধান সংবাদ হিসেবে এটি প্রকাশ করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আজ রায় ঘোষণা হবে। অন্য দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনার সঙ্গে মামলার অন্য আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বিআলো/শিলি



