• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    শেরপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    08th Apr 2025 11:10 pm  |  অনলাইন সংস্করণ

    শৃঙ্খলার আলো ডেস্ক: শেরপুর জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল ৭ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিক।

    কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত ডিআইজির অনুমতিক্রমে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা অতিরিক্ত ডিআইজির নিকট উত্থাপন করা হয়।

    অতিরিক্ত ডিআইজি তাদের কথা মনযোগ সহকারে শোনেন ও সমস্যা-সমূহ সমাধান করার লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

    পাশাপাশি উপস্থিত সকলকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। কল্যাণ পরবর্তী অতিরিক্ত ডিআইজি পুলিশ লাইন্সে অবস্থিত অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতালসহ বিভিন্ন দপ্তর ও রিজার্ভ অফিস-এর সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টররাসহ (তদন্ত) জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930