শ্যামলীতে আড়ংয়ের ৩২তম আউটলেট উদ্বোধন: ঢাকায় কারুশিল্প সম্প্রসারণের নতুন মাইলফলক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং সম্প্রতি ঢাকার শ্যামলীতে তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে। চারতলা জুড়ে প্রায় ১৯,০০০ বর্গফুটে বিস্তৃত এই নতুন আউটলেটটি শহরের প্রাণবন্ত এলাকার ক্রেতাদের জন্য নিয়ে এসেছে এক পরিপূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা।
শ্যামলী আউটলেটে আড়ংয়ের সব সাব-ব্র্যান্ড—তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ—এর পাশাপাশি রয়েছে হাতের তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়া এখানে রয়েছে গ্রাসরুটস ক্যাফে, যেখানে ক্রেতারা বাংলাদেশের কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারবেন।
ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন,
“আমাদের বহু প্রতীক্ষিত শ্যামলী আউটলেটের উদ্বোধন ঢাকার ক্রমবর্ধমান নগর জীবনের প্রতিচ্ছবি। শ্যামলীতে এই নতুন পদচারণা আমাদের কমিউনিটিগুলোকেও আরও সহজভাবে সেবা দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বিশ্বস্ত এবং নতুন উভয় ধরনের ক্রেতার সঙ্গে গভীর সম্পর্ক গড়তে সাহায্য করবে।”
ব্র্যাকের এক সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশীয় গ্রামীণ কারুশিল্পী ও কমিউনিটিগুলোর ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন এবং হস্তশিল্পের প্রসারে তার অঙ্গীকার অব্যাহত রাখছে।
বিআলো/ইমরান



