শ্যামলী মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও রোড নং ২ বাসা নং ১১গ শ্যামলী, শেরেবাংলা নগর, ঢাকা ঠিকানায় শ্যামলী মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে মাটির প্রদীপ জ্বেলে দীপান্বিতা পালন করা হয়।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার বিভিন্ন প্রক্রিয়া উপভোগ করেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, হিন্দু সম্প্রদায়ের দেশবাসীরা যেন সংখ্যালঘু মনে না করে দেশের নাগরিক হিসেবে মনে করেন এবং অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার থাকেন।
তিনি পরিবেশ দূষণ রোধে সরকারি গৃহীত পদক্ষেপ বিষয়ে বক্তব্য রাখেন এবং লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবেশবিদ মিহির বিশ্বাস, মন্দিরের সাধারণ সম্পাদক খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, লেখক ও সাংবাদিক শিব শংকর মোদক প্রমুখ।
বিআলো/তুরাগ