শ্রীপুরে বসতবাড়ি দখল চেষ্টার প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ি দখল চেষ্টা, ডিবি পুলিশ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রাণনাশের হুমকিসহ বসতবাড়ি থেকে উচ্ছেদসহ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কৃষক আব্দুল মোতালেব (৭৫)।
সোমবার (২৮ আক্টোবর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার নিজ বাড়িতে তিনি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। কৃষক আব্দুল মোতালেব শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (দারগারচালা) এলাকার মৃত হাফিজ উদ্দিন বেপারীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আব্দুল মোতালেব অভিযোগ করেন, তিনি দারগারচালা এলাকার বসতবাড়ি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গাজীপুর গ্রামের বাসিন্দা কবির তালুকদার ও তার স্ত্রী হাসনা হেনা কৃষকের বসতবাড়ি বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে।
তারা আমাকেসহ পরিবারের লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাছাড়া আমার এক ছেলে সেলিম আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে জড়িত এবং শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্মম আহবায়ক। তার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন সময় তার বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কবির তালুকদার ও তার স্ত্রী হাসনা হেনা। আমি ওইসব চক্রান্ত, অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
অভিযুক্ত কবির তালুকদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এসব বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিআলো/তুরাগ