শ্রীপুরে শিক্ষক পরিবারের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের এক শিক্ষক পরিবারের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে।
আজ সোমবার (৪ নভেম্বর) নিজ বাড়িতে জমি দখলের বিরুদ্ধে তিনি এ সংবাদ সম্মেলন করেন। শিক্ষক ফরহাদ মিয়া গাজীপুর মেরিডিয়ান স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক। তিনি টেংরা গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় শিক্ষক ফরহাদ মাষ্টার এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশে বিচার চেয়েও কোন প্রতিকার পাননি। পরবর্তী সময়ে তেলিহাটি ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার নোটিশ দেয়ার পরেও প্রতিপক্ষ হাজির হয়নি।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে রইস উদ্দিন, শামসুল হকের ছেলে রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম, হালিম উদ্দিনের ছেলে জালালউদ্দিন এবং সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে শিক্ষক ফরহাদ মিয়া বলেন, আমির উদ্দিনের ছেলে রফিক মিয়ার কাছ থেকে সাড়ে পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি ও নামজারি করে ভোগ দখলে আছি। সম্প্রতি আমার চাচাতো ভাই রফিকুল ও শফিকুল ইসলাম জোরপূর্বকভাবে আমার জমি দখলের চেষ্টা করছে। জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করে দখলের চেষ্টা চালাচ্ছে। তেলিহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আইনুল হক এবং ৫নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মোকদ্দমাটি নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারকে দায়িত্ব প্রদান করে। পরে ওয়ার্ড সদস্য, স্থানীয়দের উপস্থিতিতে বাদীপক্ষের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে দখলের চেষ্টার সত্যতা পায়। কিন্তু প্রতিপক্ষ জমির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে যাওয়ার জন্য ইউনিয়ন পরিষদের প্যাডে লিখিত পরামর্শ দেওয়া হয়। সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসহযোগিতার কারণে জমি দখল চেষ্টার সমাধান করা সম্ভব হয়নি বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফরহাদ মাস্টার।
অন্যায় অবিচার থেকে রেহাই পাওয়ার জন্যই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ফরহাদ। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জমি দখল চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ফরহাদের জমি আমাদের দখলে থাকলে ছেড়ে দিবো। সে অতিরিক্ত জমি দখল করেছে।
বিআলো/তুরাগ