শ্রীপুরে শিশু অপহরণের পর উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৫ বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রোমেলা খাতুন (২৯) বাসা ভাড়া নেওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে শিশুটিকে ফিরিয়ে না এনে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি ও হুমকি দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়।
অপহরণকারী রোমেলা খাতুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নুর মামুদের মেয়ে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শিমুর বাবা আব্দুল মালেক অপহরণকারী নারীর বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা (নং-৫৭) রুজু করে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



