• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শ্রীলঙ্কাকে ৪ উইকেটে উড়িয়ে সুপার ফোরের শুভসূচনা টাইগারদের 

     dailybangla 
    21st Sep 2025 9:50 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্ব টপকে বাংলাদেশ পৌঁছেছিল সুপার ফোরের দরজায়। এরপর গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা, প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের শুভসূচনা করল বাংলাদেশ দল।

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। তবে দলীয় ১ রানের মাথায় তানজিদ হাসান তামিম কোনো রান না করেই বিদায় নেন। পরবর্তীতে সাময়িক সেই চাপ সামলে নেন সাইফ হাসান এবং লিটন দাস। একসময় ৫০ রানের জুটিও পার করেন এই দুই ব্যাটার।

    তবে দলীয় ৬০ রানে লিটন ফিরে যান ব্যক্তিগত ২৩ রান করে। এরপর সাইফ একাই চার ছক্কার ইনিংস খেলতে থাকেন, তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। একসময় সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। তখন ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছিলেন হৃদয়। এরপর ৪৫ বলে ৬১ রান করে বিদায় নেন সাইফ। ইনিংসটি সাজান ৪ ছক্কা ও ২ চারে। জয়ের বাকি কাজটুকু সারেন হৃদয়।

    তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়। জয়ের জন্য যখন ১০ রান প্রয়োজন ঠিক তখনই দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউ হন হৃদয়। আউট হওয়ার আগে খেলেছেন ৫৮ রানের ইনিংস। ৪ চার ও ২ ছক্কায় তার আউট হওয়ার পর কিছুটা নাটকীয়তা দেখা যায় ম্যাচে।

    শেষ ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ বলে দরকার ছিল মাত্র ৫ রান। হাতে ৩ উইকেট। কিন্তু শেষ ওভারে ঘটে গেল নাটকীয় সব ঘটনা।

    দাসুন শানাকা যখন বল হাতে নিলেন, বাংলাদেশের জয়ের জন্য তখন দরকার ৫ রান। ওভারের প্রথম বলেই জাকের আলী চার মেরে ব্যবধানটা কমিয়ে আনলেন ১ রানে। তবে সেই ১ রান নিতে গিয়ে হিমশিম খেতে হয় টাইগারদের।

    দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান জাকের। তৃতীয় বলটিতে কোনো রান হয়নি। চতুর্থ বল ছিল শর্ট– সেটিতে উইকেটকিপারের হাতে ধরা পড়েন মেহেদী হাসান। হঠাৎ করেই চাপে পড়ে যায় বাংলাদেশ।

    অন্য প্রান্তে থাকা শামীম হোসেন তখন রাগে কাঁপছিলেন। কিন্তু শান্ত রাখেন নিজেকে। পঞ্চম বলেই স্ট্রাইকে আসা নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ড ম্যানের দিকে বল ঠেলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশের।

    শেষ পর্যন্ত ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করল বাংলাদেশ দল।

    এর আগে শ্রীলঙ্কা দাসুন শানাকার ফিফটিতে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলেন পাতুম নিশাঙ্কা-কুশল মেন্ডিস। পরে ২২ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

    তবে শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেন শানাকা। ৩৭ বলে খেলেছেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। ১৭২.৯৭ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ ছক্কা ও ৩ চারে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

    ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত।

    সংক্ষিপ্ত স্কোর-
    শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)।

    বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)। ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930