শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়-পরবর্তী মৃত্যু বেড়ে ৬১৮, ফের ভূমিধসের সতর্কতা
আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীষণ ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টিপাতের জেরে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৮ জনে পৌঁছেছে। রোববার (৭ ডিসেম্বর) কর্তৃপক্ষ পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটিকে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যায়িত করা হচ্ছে।
দেশটিতে ৭৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে প্রায় প্রায় ৫ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে মোট মৃতের সংখ্যা ১,৮১২ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ায় মৃত্যু ৯০০ ছাড়ানোয় সেখানে বিক্ষোভও হয়েছে। সূত্র: ডন
রোববার শ্রীলঙ্কার বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ও বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানো হয়। মিয়ানমার থেকে আসা ত্রাণসামগ্রীও বিমানবাহিনীর মাধ্যমে বিতরণ করা হয়েছে।
বিআলো/শিলি



