শ্রীলঙ্কায় বন্যায় নিহত ১৪, সব স্কুল বন্ধের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধস এবং গাছচাপায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। মৌসুমী ঝড়ের কারণে এ বন্যা হয়েছে বলে রোববার দ্বীপ এ রাষ্ট্রের দুর্যোগ কেন্দ্র জানিয়েছে।
আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাতে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন বলা হয়, গতকাল রোববার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের তিন সদস্যসহ কয়েকজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। গত মাসের ২১ তারিখ থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়ার পর এ পর্যন্ত গাছ পড়ে বিভিন্ন স্থানে ৯ জন মারা গেছেন।
বৈরী আবহাওয়ার কারণে কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয়। এ ছাড়া কয়েকটি মহাসড়কের বেশকিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
ডিএমসি জানায়, শ্রীলঙ্কার ২৫টি জেলার মধ্যে ২০টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাই দেশটির প্রধান নদীগুলোর তীরে বসবাসকারী জনগোষ্ঠীকে উঁচু ভূমিতে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আরও ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে সোমবারও সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বিআলো/শিলি