সংখ্যালঘু নির্যাতনে বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: শামসুজ্জামান দুদু
বিআলো প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ের লবিস্ট নিয়োগের প্রতিক্রিয়া এটা হতে পারে। শনিবার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমানের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
তিনি বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না। সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও আশাব্যঞ্জক না তবে নির্বাচন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
স্মরণসভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বিআলো/শিলি