• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সংষ্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে মানুষ মেনে নিবেনা: আমিনুল হক 

     dailybangla 
    03rd Feb 2025 9:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন,সংষ্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে মানুষ মেনে নিবেনা।

    আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও কাওরান বাজার কাঠপট্টি টি সি বি রোডে ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংষ্কার করেন তো করেন,যৌক্তিক সময়ের ভিতরে করেন। সংষ্কার একটি চলমান প্রক্রিয়া,এটা যুগের পর যুগ চলতে থাকবে। সমস্যা থাকবে সমাধান হবে। এটাই স্বাভাবিক! কিন্তু আপনারা সংষ্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন;এদেশের মানুষ এটাকে কোন ভাবেই মেনে নিবেনা।

    আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।যে নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার এদেশের রাষ্ট্র কাঠামোকে সংষ্কার ও মেরামত করবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য এল রহমান,মোহাম্মদ আলী।

    তেজগাঁও থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক ইন্জিঃ মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু’র সভাপতিত্বে তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির ও যুগ্ম এ্যাড দুলালের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ,মোঃ শাহআলম, মাহাবুব আলম মন্টু, মহানগর বিএনপি সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা,ডাঃ এ কে এম কবির আহমেদ রিয়াজ, হুমায়ুন কবির রওশন, হাফিজুল হাসান শুভ্র,নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন,এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, জাহেদ পারভেজ চৌধুরী, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শেখ ফরিদ আহমেদ,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি,কৃষকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরশাদুল আরিস ডল,শ্রমিক দল মহানগর উত্তরের আহবায়ক কাজী শাহআলম রাজা,সদস্য সচিব কামরুল জামান,যুবদল ঢাকা মহানগর উত্তর এর সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ,মহানগর উত্তর মহিলাদল সদস্যসচিব এ্যাড রুনা লায়লা, তাতীদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শামসুন্নাহার বেগম ছাড়াও খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক মোবারক হোসেন,সিএম আনোয়ার হোসেন,ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জিন্নাত আলী,তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ,ভাষাণটেক বিএনপির আহবায়ক কাদির মাহমুদ,উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.এফ ইসলাম চন্দন, তারেক হাসান,পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, বিমানবন্দর থানা বিএনপি যুগ্মআহবায়ক মহিউদ্দিন তারেক,যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, তুরাগ থানা বিএনপি যুগ্মআহবায়ক হাজী জহিরুল ইসলাম,রিপন হাসান খন্দকার, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলী প্রমুখ।

    নেতাকর্মীদের নিয়ে দুপুর ৩ টায় পবিত্র কুরআন তেলওয়াতের পরে দলীয় গান গেয়ে কর্মশালাটি শুরু হয়ে নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চলে। রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা নিয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728