সংস্কার সমিতির দুজন নেতার মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির উপদেষ্টা প্রবীণ অ্যাডভোকেট জগদীশ চন্দ্র সরকার(৮০) ও সহ-সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিমাদ্রী শেখর রায় (৭১)- এর মৃত্যুতে ঢাকাস্থ টিকাটুলী কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস।
কমবেশি ২০জন বক্তা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক সমীর কুমার শীল, সিনিয়ার অ্যাডভোকেট ড. জে কে পাল, অ্যাডভোকট ডি এল চৌধুরী, গ্রামীণ ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক দুলাল কর, সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য, ভূপেন্দ্র নাথ চক্রবর্ত্তী, এ এন ঘরামী আলোচনা ও বৈদিক শান্তি-স্বস্তিতে অংশগ্রহণ করেন।
জগদীশ চন্দ্র সরকার এক নাগাদে নয় বছর সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বক্তাগণ তাঁর সুযোগ্য নেতৃত্ব, বিনয় ও ধর্ম বিষয়ে জ্ঞানের প্রশংসা করেন।অপর দিকে হিমাদ্রী শেখর রায় ১৯৮৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে কাজ করলেও দুর্নীতি তাঁকে স্পর্শ করেনি বলে মন্তব্য করেন।তাঁর সাহিত্য চর্চার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন মনোজ মণ্ডল।
সভায় প্রয়াত দুই নেতার সহধর্মিনী যথাক্রমে সরস্বতী সরকার ও রত্না ভৌমিক রায় উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে আলোচনা করেন শ্যামল চক্রবর্তী, বিমল চক্রবর্ত্তী, রতন চন্দ্র পাল, ক্ষীরোদ চন্দ্র বর্মণ তপু, ননীগোপাল মজুমদার, গৌরমোহন দাস, শিবশংকর মোদক, গোবিন্দলাল সরকার প্রমুখ।
বিআলো/এফএইচএস



