• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “সংস্কৃতিতেই নিহিত রাজনীতির সৃজনশীলতা”: শামসুজ্জামান দুদু 

     dailybangla 
    03rd Oct 2025 10:49 pm  |  অনলাইন সংস্করণ

    বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বেগম খালেদা জিয়ার আপসহীনতা আজও জাতির প্রেরণা

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “রাজনীতির সৃজনশীলতার সর্বোচ্চ রূপ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির ভেতরেই দেশের জীবনব্যবস্থা, কৃষ্টি ও ঐতিহ্যের পূর্ণ প্রতিফলন ঘটে।”

    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

    দুদু বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি বরং পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং নয় মাসের রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। “শত শহীদের মত তিনিও শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি রাজনৈতিক জীবনে আসেননি। নানান বিবর্তনের পর জনতা ও সৈন্য তাকে আবার সামনে নিয়ে আসে। তিনি দেশের হাল ধরেন। তার রাজনৈতিক আদর্শ ও ত্যাগ আজও বাংলাদেশের মানুষকে প্রেরণা দেয়।”

    তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান মানুষের হৃদয়ে যে স্থান অর্জন করেছিলেন, তার স্ত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে আপসহীন নেত্রী হিসেবে জাতির সঙ্গে সঙ্গে সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচিতি লাভ করেছেন। শত নির্যাতন, হামলা ও মামলা তাকে দমাতে পারেনি। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের স্বৈরাচার উৎখাত করা হয়েছিল।

    দুদু বলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারপার্সন তারেক রহমান ১৬ বছর ধরে সরকারের স্বৈরশাসন, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “গণতন্ত্র হত্যা করা হয়েছে, দেশে দমন-পীড়ন ও দুর্নীতি蔑্রভাবে বেড়েছে। এখন একটি গ্রহণযোগ্য ও সাচ্ছা নির্বাচন অত্যাবশ্যক।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা মতিহার। উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ, অভিনেতা এ বি এম সোহেল রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আলমগীর, কবি ও সাংবাদিক আকাশমনি প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930