• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানার হিউম্যান রাইটস বাইফা অ্যাওয়ার্ড অর্জন 

     dailybangla 
    10th Jan 2026 8:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি কর্তৃক প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা। সঙ্গীতে বিশেষ অবদান এবং মানবিক মূল্যবোধে তার সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    গত ৯ জানুয়ারি রাজধানীর একটি তিন তারকা হোটেলে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি ও বাংলাদেশ–ইটালি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বাইফা)–এর যৌথ উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলী এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানার হাতে সম্মাননা তুলে দেন।

    সোহেলী সুলতানা সঙ্গীতাঙ্গনের একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ও লোকসংগীতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। গানের পাশাপাশি একজন সক্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তার পরিচিতি রয়েছে। এর আগে তার কণ্ঠ ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

    এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন। মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চায় তার অবদান বিবেচনায় এই মানবাধিকার সম্মাননা তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031