• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সচেতনতা বাড়লেই প্রশ্নফাঁস রোধ সম্ভব: শিক্ষা উপদেষ্টা 

     dailybangla 
    26th Jun 2025 10:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫-এ প্রশ্নফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “সকলের সচেতনতা থাকলে অসাধু চক্র প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ পাবে না।” তিনি আরও বলেন, “কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    বুধবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    তিনি জানান, “প্রশ্নফাঁসের হুমকি থাকলেও আমরা এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও তৎপর আছি। বোর্ড, সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কাজ চলছে।”

    পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    চৌধুরী আবরার বলেন, “এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৩০০টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২৪ আগস্টের মধ্যে সম্পন্ন হবে।”

    প্রশ্নপত্রের মান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজে প্রশ্নপত্র দেখিনি। তবে এটা নিশ্চিত, কারও কাছে প্রশ্ন সহজ মনে হতে পারে, কারও কাছে কঠিন—এটা প্রস্তুতির ওপর নির্ভর করে। তবে আমরা প্রশ্নের মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছি।”

    পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “প্রথম দিনের অভিজ্ঞতা ভালো। সবাই সময়মতো কেন্দ্রে এসেছে, নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে। সব শিক্ষার্থী মাস্ক পরে এসেছে এবং সুরক্ষা বজায় রেখে বসেছে। ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল। সবমিলিয়ে পরিবেশে শঙ্কার কিছু দেখছি না।”

    শিক্ষা উপদেষ্টা সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরীক্ষা অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930