আজ ছুটির দিনে নগরীর বিভিন্ন স্থানে বিআরটিএ এর মোবাইল কোর্ট পরিচালনা
নিজস্ব প্রতিবেদকঃ যানবাহনে যাত্রীদেরকে নিরাপত্তা দিতে আজ রাজধানীর ঢাকা – আরিচা হাইওয়ের হেমায়েতপুর হতে আরিচা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালোনা করা হয়।
আজ ১৩ই এপ্রিল (শনিবার) সকাল ০৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এই মোবাইল কোর্টটি পরিচালোনা করেন বিআরটিএ এর ভ্র্যাম্যমান আদালত-০৯ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট তাসমীয়া জায়গীরদার।
মোবাইল কোর্ট পরিচালোনা কালে সরেজমিনে দেখা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট তাসমীয়া জায়গীরদার দূরপাল্লার সকল বাসে ওভার স্পিড দেখছেন এবং কোন যানবাহন ওভার স্পিডে আসলে তা মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়াও নিরাপদ যাত্রার জন্য কোনো ফিটনেসবিহীন বাস পেলে তা মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব তাসমীয়া জায়গীরদার জানান, তার এই অভিযান অব্যাহত থাকবে এবং কোন অনিয়ম পেলে তা সাথে সাথে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/তুরাগ