সততার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন সার্জেন্ট সাজ্জাদ
সীমা আক্তার: পুলিশকে নিয়ে জনমনে আস্থার অভাব ছিল আছে বরাবরই। তার মধ্যেই অতীত ভুলে সেই অনাস্থা থেকে আস্থা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে চলেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারসহ পুলিশ বাহিনীও। তারই এক অনন্য উদাহরণ সৃষ্টি করলেন সার্জেন্ট সাজ্জাদ। তিনি সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে চলেছেন নিরলসভাবে। আর এ ধরনের একটি প্রশংসনীয় ঘটনা দেখা গেল খোদ রাজধানী ঢাকায়।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বাড্ডা রোডে কুড়িল ফ্লাইওভারের নিচে কুড়িল বিশ্বরোডসংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন সার্জেন্ট সাজ্জাদ। তার এই ধারাবাহিকতায় সড়কে অভিযান চালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হানিফ পরিবহণের একটি বাসকে জব্দ করেন সার্জেন্ট সাজ্জাদ। সেই সঙ্গে বাসটিকে ৩ হাজার টাকা জরিমানাও করেন তিনি।
এই ঘটনা দেখে সড়কে থাকা সাধারণ উৎসুক জনতা বলেন, অতীতের তীক্ত নেতিবাচক অপবাদ-দুর্নামকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে বর্তমান পুলিশ। এখন তারা সৎ এবং সাহসী উদ্যোগ নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
বিআলো/তুরাগ