সদর থানায় ফিরেছে পুলিশ : স্বস্তিতে মানিকগঞ্জবাসী
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর থানায় ফিরেছে পুলিশ সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে থানায় হামলার প্রেক্ষিতে নিরাপত্তা জনিত কারণে কর্ম বিরতিতে যায় পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় পুলিশ সদস্যরা যোগদান করেন এবং থানার সকল কার্যক্রম শুরু করা হয়েছে। জানা যায়, গত ৫ আগষ্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর নিরাপত্তা ঝুঁকিতে পড়েন সকল থানার পুলিশ সদস্যরা।
দেশের বিভিন্ন প্রান্তে থানায় হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় এবং আহত ও নিহতের ঘটনা ঘটে। এর পরেই নিরাপত্তা জনিত কারণে সকল থানার পুলিশ সদস্যরা কর্মবিরতিতে চলে যায় এবং ৯ দফা দাবি ঘোষণা করে। পরে নবনিযুক্ত আইজিপির নির্দেশে কর্মস্থলে ফিরেছে সকল পুলিশ সদস্যরা। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ‘বাংলাদেশের আলো’কে বলেন, শুক্রবার বিকেলে সদর থানায় কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়েছেন। এছাড়াও পুলিশি টহলও শুরু করা হয়েছে। জনগণের জান-মাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। সাধারণ মানুষের চাহিদার প্রেক্ষিতে পুলিশ আবারও দায়িত্ব পালনে যোগ দেয়।