সনদ আটকে না রাখার অনুরোধ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সমাবর্তনের অপেক্ষায় শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন না হলেও শিক্ষার্থীদের শিক্ষা সনদ বিতরণে আইনগত কোনো বাধা নেই।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এই অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ বিতরণে আইনি কোন বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, নিয়মিত উপাচার্য না থাকা, মালিকানা দ্বন্দ্ব, মুজাফফর ক্যাম্পাস না থাকা এবং ইউসি ও মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করার কারণে সমাবর্তনের অনুমোদন দেয় না সরকার। সমাবর্তনের অপেক্ষায় বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে শিক্ষা সনদ বিতরণে গড়িমসি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি এড়াতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিআলো/শিলি



