সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ ও শিশু আছিয়ার ধর্ষণকারীর বিচারের দাবিতে মোহাম্মদপুরে শ্রমিকদলের বিক্ষোভ
dailybangla
14th Mar 2025 8:49 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস নৈরাজ্য মাদক চাঁদাবাজি দখলদারি ভূমিদস্যু ছিনতাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণকারীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল মোহাম্মদপুর বছিলার সিটি হাউজিং থেকে শুরু করে বছিলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানার আহবায়ক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শ্রমিকদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ সোবহান,মোঃ বাদল,মোঃ মনির, রবিউল,নির্মান শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ আবুল হোসেন,আবুল কালাম আজাদ,কামাল হোসেন,মোঃ সেলিম,মোঃ সোহেল,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মিঠু প্রমুখ নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/তুরাগ