সবজির দামে স্বস্তি, মাছ-মাংস স্থিতিশীল, পেঁয়াজে ভোক্তাদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে কয়েক মাসের ঊর্ধ্বগতির পর সবজির দামে অবশেষে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে মাছ ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও পেঁয়াজের বাজার এখনও চড়া।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, আলু ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধন্দুল ৬০ টাকা, বেগুন, করলা, ঢেঁড়স ৮০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শসা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শীতের আগমনের সঙ্গে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। বড় রুই ৩৫০-৪২০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, শিং ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, পাঙাশ ১৮০-২৩০ টাকা, তেলাপিয়া ১৫০-২২০ টাকা এবং গলদা চিংড়ি ৬৫০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারেও স্থিতিশীলতা বজায় আছে। ব্রয়লার ১৭০ টাকা, সোনালি ২৮০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস ৭৫০-৮০০ টাকা ও খাসির মাংস ১,০০০-১,১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের ক্রেতাদের নাগালের বাইরে।
এদিকে, পেঁয়াজের দাম এক সপ্তাহে কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে বর্তমানে ১২০ টাকায় পৌঁছেছে, যা ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করেছে।
বিআলো/শিলি



