সমঝোতা ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়া আলোচনা
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে আলোচনার পরিবেশকে ইতিবাচক উল্লেখ করে দুই পক্ষই ভবিষ্যতে আবার বসার আগ্রহ প্রকাশ করেছে।
শুক্রবার ও শনিবার আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার এই আলোচনা। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেন। বৈঠকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য শর্ত, দনবাস অঞ্চলের ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে যুদ্ধবিরতির বিষয় গুরুত্ব পায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে সম্মতির কথা জানিয়েছে। দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই নতুন বৈঠক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
বিআলো/শিলি



