সমৃদ্ধ নরসিংদী গড়তে নরসিংদী প্রেস ক্লাবে জামায়াত প্রার্থীর ১৫ দফা ইশতেহার ঘোষণা
হলধর দাস, নরসিংদী : ‘সমৃদ্ধ নরসিংদী গড়তে আমাদের অঙ্গীকার’ নিয়ে জেলা জামায়াতে ইসলামী নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নরসিংদী সদর-১ আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইব্রাহিম ভূ.া এ ইশতেহার ঘোষণা করেন।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন, নৈতিক-সমাজবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নেয়া হবে। এছাড়া নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা, মাধবদীর শিল্পোন্নয়নের লক্ষ্যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
এছাড়া, বাবুরহাটের ব্রহ্মপুত্র নদ পুনরুদ্ধার ও নাব্যতা নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ ১৫ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী আমীর অধ্যাপক মকবুল হোসেন, এনসিপি নেতা নূর হোসেন, খেলাফত মজলিসের মাওলানা ছলিমুল্লাহ আজীজ ও আফসার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক অ্যাড. আমীরুল ইসলাম আমীর।
বিআলো/আমিনা



