সম্পর্ক মানেই প্রেম নয়: ভাবনা
বিনোদন ডেস্ক: সম্পর্ক মানেই প্রেম নয়, বন্ধুত্বসহ নানা সম্পর্কের মধ্যেও জটিলতা ও বিচ্ছেদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
অভিনেত্রী, লেখক ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা ছোটপর্দা দিয়ে পরিচিতি পেলেও বড়পর্দায় তার অভিষেক হয় অনিমেষ আইচ পরিচালিত সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’-এর মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং নিয়মিত লেখালেখিও করেন। অমর একুশে বইমেলায় প্রকাশিত তার উপন্যাসগুলোর মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ উল্লেখযোগ্য।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ভাবনা বলেন, নারী-পুরুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, যেখানে ভুল বোঝাবুঝি, মান-অভিমান কিংবা বিচ্ছেদও থাকতে পারে। তিনি মনে করেন, এসব বিষয় শুধু প্রেমের সম্পর্কেই সীমাবদ্ধ নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জীবন সবসময় একরকম থাকে না, সম্পর্কও বদলায়। বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই বলেও জানান। তার ভাষায়, যেদিন বিয়ে হবে, সেদিনই সবাই তার সম্পর্কের কথা জানতে পারবে।
কাজের প্রসঙ্গে ভাবনা জানান, তিনি সম্প্রতি ইরফান সাজ্জাদ ও দীঘির সঙ্গে একটি ওয়েব সিনেমার প্রথম কিস্তির শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করছেন সুমন ধর এবং ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দীঘির সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেন ভাবনা। তিনি বলেন, বয়সের পার্থক্য থাকলেও তাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে।
নারীপ্রধান গল্পে কাজ করার আগ্রহের কথা জানিয়ে ভাবনা বলেন, দেশে নারীদের নিয়ে গল্প কম হয়। তাই এ ধরনের চরিত্রে কাজ করা তার জন্য বড় সুযোগ। তিনি স্পষ্ট করে জানান, সিনেমায় কাজ করলে নায়িকা চরিত্রেই কাজ করতে চান এবং ভবিষ্যত পরিকল্পনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুটিংয়ের বাইরে সময় কাটে বই পড়া, সিনেমা দেখা ও পরিবারকে সময় দেওয়ার মধ্য দিয়ে। সামনে নতুন ওয়েব প্রকল্প ও ডাবিংয়ের কাজ রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি কিছু সিনেমা আন্তর্জাতিক উৎসবে পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।
বিআলো/শিলি



