সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: ধর্ম উপদেষ্টা
চট্টগ্রাম ব্যুরো: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আবহমানকাল ধরে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এছাড়াও ধর্ম অনুশীলন বা চর্চার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত।
তিনি আজ সোমবার সকালে বৌদ্ধধর্মীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
কতিপয় দুর্বৃত্ত দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এদের কোনো ধর্ম নেই, সংখ্যাও নগণ্য। আমাদের মধ্যেই এরা ঘাপটি মেরে বসে আছে। এদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।
এ সময় তিনি প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করলে সহযোগিতার আশ্বাস দেন। সেইসঙ্গে বৌদ্ধধর্মাবলম্বীরা যাতে বুদ্ধগয়ায় যেতে পারেন তাদের ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।
বিআলো/তুরাগ