সম্ভাব্য প্রার্থী মান্নানকে ঘিরে তীব্র ক্ষোভ: বদলে যেতে পারে নারায়ণগঞ্জ–৩-এর রাজনৈতিক সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ–৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিতর্কিত কর্মকাণ্ড ও বেফাঁস বক্তব্যকে কেন্দ্র করে মনোনয়ন–প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আসনের ছয়জন মনোনয়ন–প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়ে তাঁর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তুলতে উদ্যোগ নিয়েছেন। এতে বদলে যেতে পারে নারায়ণগঞ্জ–৩-এর রাজনৈতিক সমীকরণ।
দলীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি নারায়ণগঞ্জ–৩ আসনের সম্ভাব্য প্রার্থী মান্নান দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করেন। তাঁর অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সূত্রপাত ঘটে। এ নিয়ে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন ইউনিটের ব্যানারে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
সূত্র আরও জানায়, নারায়ণগঞ্জ–৩ আসনের ছয়জন মনোনয়ন–প্রত্যাশী— আলহাজ্ মুহাম্মদ গিয়াসউদ্দিন, মামুন মাহমুদ, রেজাউল করিম, এসএম ওলিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এবং মুজাহিদ মল্লিক—এক মঞ্চে এসে ইতোমধ্যে একটি যৌথ বৈঠক করেছেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে যৌথ স্বাক্ষরে আবেদন পাঠাবেন।
মনোনয়ন–প্রত্যাশীদের বক্তব্য- মান্নান বারবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন, দলের শীর্ষ নেতাকে নিয়ে কটূক্তি করেছেন, তাঁর বিতর্কিত অবস্থানের কারণে নির্বাচনে দলের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে, “এমন প্রার্থীকে নিয়ে আসনটি বিএনপির জন্য জয়ের সম্ভাবনা নষ্ট হবে।”
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের দুই অঞ্চলেই যৌথভাবে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন–প্রত্যাশীরা।
তাদের দাবি—ছয়জনের মধ্যে যে কাউকে প্রার্থী করা হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসনটি ধানের শীষের জন্য জয়ী করা সম্ভব।
বিএনপির মনোনয়ন–প্রত্যাশীরা একীভূত হওয়ায় নারায়ণগঞ্জ–৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের পরিবর্তনের দিকে যাবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বিআলো/এফএইচএস



