সম্মান ধরে রাখতে চাইলে দ্রুত নির্বাচন দিন: জনসভায় গিয়াস উদ্দিন
মনিরুল ইসলাম মনির: সংস্কারের নামে অফুরন্ত সময় নিলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা ও জনসমর্থন হারাবে। তাই সম্মান ধরে রাখতে চাইলে সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
গত শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ৫নং ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি বলেন, ‘নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন এবং তারাই দেশ পরিচালনা করবেন। তবে সংস্কারের নামে অফুরন্ত সময় নিলে এই সরকার জনপ্রিয়তা ও জনগণের সমর্থন হারাবে।’ দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সম্মান নিয়ে যদি যেতে চান, তাহলে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে জনগণকে ভোটের অধিকার দিয়ে আপনারা ক্ষমতা থেকে চলে যান। তবেই সম্মানের সঙ্গে আপনারা যেতে পারবেন। স্বৈরশাসকের মতো লোভ যদি আপনাদের গ্রাস করে, আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন; তবে হয়তো আপনারা কিছু দিন ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন না। আপনাদের সম্মানের কথা ভাবতে হবে। আর যদি সম্মানের কথা ভাবেন, তবে দ্রুততম সময়ের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে।’
সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘যে আন্দোলন সংগ্রামের কারণে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, জনগণের যেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা বাস্তবায়ন করবেন, সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের কিন্তু ভালোভাবে সুযোগ দিচ্ছেন। আপনারা ক্ষমতায় থেকে ভালো কাজগুলো করেন। আপনাদের বার বার উনি অনুরোধ করছেন, উনি দিকনির্দেশনা দিচ্ছেন। আমরা আশা করি তার এই সুযোগ আপনারা গ্রহণ করবেন।’
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি জিএম সাদরিলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেনসহ নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ