• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে আবারও শীর্ষে নতুনধরা এসেটস লিমিটেড 

     dailybangla 
    23rd Jun 2024 10:50 pm  |  অনলাইন সংস্করণ

    মো. ইব্রাহীম হোসেন: বাংলা ১৪৩০ সনে ‘সরকারি ভূমি উন্নয়ন কর’ প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় উপজেলা রাজস্ব কমিটি কর্তৃক ‘বিশেষ সম্মাননা স্মারক’ পাওয়ার অসামান্য গৌরব অর্জন করলো নতুনধরা এসেটস লিমিটেড। কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন মিঞা শিকদারের হাতে এই মূল্যবান স্মারক তুলে দেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। এই নিয়ে পরপর ২য় বার সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে সংশ্লিষ্ট এলাকায় একমাত্র নতুনধরা এসেটস লিমিটেড-ই এই অসামান্য গৌরব অর্জন করলো।

    নতুনধরা এসেটস লিমিটেড ঈদ ধামাকা অফার :
    মতিঝিল থেকে মাত্র ১৮ মিনিটের দুরত্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়াম ল্যান্ড প্রজেক্ট নতুনধরায় প্লট বুকিং চলছে। মাত্র ৯৯৯৯৯৯ টাকায় এককালীন মূল্যে ৩ কাঠার প্লট। নতুনধরায় সুন্দর প্রকৃতি ও সবুজের মাঝে থাকবে খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, কনভেনশন হল, শিশুপার্ক, মার্কেট, কমার্শিয়াল জোন, হাসপাতাল, ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ ব্যবস্থাসহ সকল আধুনিক নাগরিক সুবিধা।

    এখানে আপনি পাচ্ছেন : এখনই বাড়ি করার উপযোগী ৩ ও ৫ কাঠার রেডি প্লট। কিস্তিতে প্লট বুকিং এর সুবিধা। প্রতিটি প্লটই প্রিমিয়াম প্লট। ৩০-৭২ ফিট প্রশস্থ রাস্তা। নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ এন্ড কনভেনশন সেন্টারের শেয়ার ক্রয়ের সুযোগ। চাহিদা অনুযায়ী ডুপ্লেক্স ও কমার্শিয়াল প্লট। দীর্ঘ মেয়াদী কিস্তি সুবিধা। এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়।
    নতুনধরা এসেটস লিমিটেড পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত। পরিবেশ অধিদপ্তর কর্তৃক ই.আই.এ অনুমোদনপ্রাপ্ত। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত। জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপ্রাপ্ত। নতুনধরায় নিশ্চিন্তে বিনিয়োগ করুন। আপনার পছন্দের প্লটটি বুকিং দিতে ও বিস্তারিত তথ্য জানতে কল করুন: ০১৩২৯৭৪২১৫৫,০১৭২৯২৭২০৮৭।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728